বীরভূমে পাথর বোঝাই লড়ি থেকে গেট পাশের নাম করে দেদার তোলাবাজি

 নতুন গতি: প্রতিবেদন:- গেট পাশের নাম করে পাথর বোঝাই লড়ি থেকে দেদার তোলাবাজি বীরভূমে
গেট পাশের নাম করে চলছে দেদার তোলাবাজি। পাথর বোঝাই লরি থেকে ছয় চাকার জন্যে – ৪০০ টাকা ,দশ চাকার জন্য -৫০০, বারো ও চোদ্দো চাকার জন্য -৬০০ টাকা করে। দিনের পর দিন এভাবেই চলছে কোটি কোটি টাকার হাতবদল। অবশ্যই শাসক-পুলিশ-প্রশাসনের সাথে ভাগেজোগে বাঁটোয়ারায় অবাধে চলছে কাঁচা টাকার লুট। অতিষ্ট লরি চালক থেকে শুরু করে পাথর ব্যবসায়ীরা। এজন্য সাধারণ মানুষকে গুনতে হচ্ছে পাথরের বাড়তি দাম। যা নিয়ে ক্ষোভ চরমে রয়েছে দীর্ঘদিন থেকেই। বহিঃপ্রকাশ ঘটেছে বৃহস্পতিবার।

বৃহস্পতিবার বিকাল বেলায় প্রতিবাদে রাজগ্রামের মোহনপুর থেকে কুমারপাড়া যাওয়ার রাস্তায় অবরোধ করেন লরি চালকরা। লরি চালকদের অভিযোগ, গেট পাশের নাম করে ছয় চাকার লরি থেকে ৪০০ টাকা ও ১০ চাকার লরি থেকে ৫০০ টাকা,১২ চাকার লরি থেকে ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অবরোধ ঘিরে। শুনে ভূমি দপ্তরের কর্মীরা অভিযানে গেলে ক্ষোভে ফেটে পড়েন অবরোধকারীরা।অভিযোগ, ঢিল মেরে ভেঙে দেওয়া হয় সরকারি গাড়ির কাঁচ। ঘটনায় এক ভূমি আধিকারিক জখম হয়ে হাসপাতালে ভর্তি বলে জানা গেছে। ধুন্ধুমার অবস্থা হয় এলাকায়। যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন অবরোধকারীরা। ট্রাক মালিকের অভিযোগ, ” লরি পিছু ৪০০ টাকা ৫০০ও ৬০০ টাকার দাদাগিরি ট্যাক্স আদায় করতে শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের নির্দেশেই এই টাকা নেওয়া হচ্ছে। কিন্তু এই দাদাগিরি ট্যাক্স দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।’’