|
---|
আসমা খাতুন,কোলকাতা : মুসলিম উন্নয়নে তোষণ না শোষণ শ্বেতপত্র প্রকাশ করুক পশ্চিমবঙ্গ সরকার। বললেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মৌলানা মোহাম্মদ কামরুজ্জামান । কোলকাতার লাউহাটিতে অনুষ্ঠিত হয়ে গেল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন ও সংখ্যালঘু কাউন্সিলের প্রাদেশিক যুগ্ম অধিবেশন। সংগঠনের রাজ্য জেলা এবং ব্লক কর্মকর্তারা এই অধিবেশনে উপস্থিত ছিলেন। সংখ্যালঘু কাউন্সিলের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম। সংগঠনের সম্পাদক মৌলানা কামরুজ্জামান ,মাওলানা আনোয়ার হোসেন কাসেমী ,হাফেজ নাজমুল আরেফিন থেকে শুরু করে সমস্ত জেলা এবং ব্লকের কর্মকর্তারা সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। সংখ্যালঘু কাউন্সিলের সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম বলেন যে একটা উন্নত জাতি যারা ভারতবর্ষে ৮০০ বছর রাজত্ব করেছে এই জাতিটার এরকম পতন কিভাবে ঘটলো সেই সম্বন্ধে আমাদের অনুসন্ধান করতে হবে। প্রকৃত শিক্ষা এবং নিজেদেরকে সংগঠিত করার মধ্যে এই জাতির উন্নতি হওয়ার সম্ভাবনা না হলে এই জাতি আরও অনেক পিছিয়ে পড়বে। সংখ্যালঘু কাউন্সিল এবং সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান বলেন সংখ্যালঘু তোষণ না সংখ্যালঘু শোষণ এটা আমাদের জানা দরকার। একশ্রেণীর মানুষ সংখ্যালঘুদের শোষণ চাপা দেয়ার জন্য তোষণের প্রচার করে যাচ্ছে। সঠিকভাবে আমাদের জানা দরকার বাম সরকার বা বর্তমান মমতা সরকার সংখ্যালঘুদের জন্য কি করেছে তার একটা স্বেত পত্র প্রকাশ করুক । ও বি সি সংরক্ষণ হয়েছে দশ শতাংশ গত এগারো বছরে মুসলিমদের চাকরি কেন দু শতাংশ বা তার কম এই সরকারকে তার জবাব দিতে হবে । চাকরি-বাকরিতে একটি পিছিয়ে পড়া জাতি যতক্ষন না এগিয়ে যাবে ততক্ষন রাজ্য বা দেশের প্রকৃতি উন্নয়ন হতে পারেনা । কয়েকশো কর্মকর্তাদের উপস্থিতিতে অধিবেশন সাফল্য মন্ডিত হয়ে উঠে ।