|
---|
নাজমুস সায়াদাত : ১জুলাই, বুধবার, এক মর্মান্তিক দূরঘটনা ঘটে গেল হুগলী জেলার হরিপাল থানার অন্তর্গত বাজেদিগড়া গ্রামে। সকাল সাড়ে ১০ টা নাগাদ একটি জলা জমিতে পড়ে ইলেকট্রিকের কাটা কেবেল তারে বিদ্যুৎতস্পৃষ্ট হয়ে মারা যায় পর পর দুইজন ব্যাক্তি ও একটি গরু। এদের মধ্যে হলেন অষ্টু মালিক(৫৫), ওই ব্যাক্তির একটি গরু বিদ্যুৎতস্পৃষ্ট মারা যায়। পরে আরও এক ব্যাক্তি গোকুল ধারা (৬০) নামের মারা যান। তৃতীয় জন কাছে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভেকু সি(৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চন্দননগর হাসপাতাল এ চিকিৎসাধীন। এই রুপ দূরঘটনায় উত্তপ্ত গ্রামবাসী তিব্র প্রতিবাদ করতে থাকেন এবং মৃতদের জন্য ক্ষতিপূরনের দাবি করেন।