|
---|
সেখ সামসুদ্দিন : ভারতের স্বাধীনতা আন্দোলনের বীরযোদ্ধা সিধু-কানহুর শহীদ দিবস উপলক্ষে ৩০শে জুন আদিবাসী সমাজের হুল দিবস হিসাবে পালিত হয়। এই হুল দিবস উপলক্ষ্যে মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ সনাতন হেমরমের উদ্যোগে একটি বাইক র্যালি হাটপুকুর পূর্ব থেকে মেমারি ১ বিডিও অফিসে পৌঁছায়। তারপর সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিডিও বিপুল কুমার মন্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস। উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, সহসভাপতি সেখ মোয়াজ্জেম সহ কর্মাধ্যক্ষ ও সদস্যগণ এবং ব্লক আধিকারিক শুভেন্দু সাঁই সহ সকল কর্মীবৃন্দ ও আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পতাকা উত্তোলনের পর বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আদিবাসী সমাজের দাবিতে সিধু কানুর বংশধরের হত্যা রহস্য উন্মোচন ও কেউ গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে সিধু কানুর ছবিতে মাল্যদান না করার আবেদনে সম্মান জানিয়ে বিডিও, সভাপতি সহ সকলে বীরযোদ্ধাদের প্রতি স্যালুট জানিয়ে সম্মান প্রদর্শন করেন। তারপর সরকারি ব্যবস্থাপনায় আদিবাসী সমাজের প্রতিনিধিরা বাসে করে জেলার অনুষ্ঠানে অংশগ্রহণে রওনা দেন।