|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া:শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর মৃতের নাম মালা হালদার বসয় ৩৯ স্বামী রঞ্জিত হালদার মৃত গৃহবধূর একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে বাড়ি নাকাশিপাড়া থানার তেঘরী গ্রামে।
পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার দশটার সময় তেঘরী গ্রাম থেকে বাবার বাড়ি যাওয়ার পথে তেহটটো থানার শোলুয়া গ্রামে ইঞ্জিন ভ্যান সাথে সাইকেলের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার তেহটটো মহাকুমার হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘাতক ইঞ্জিন ভ্যানটি আটক করেছে পুলিশ।