নানা দাবিতে খড়্গপুরে এস ডিও কে সিপিআইএমের ডেপুটেশন

 

    নতুন গতি নিউজ ডেক্সঃ করোনা পরিস্থিতিতে লকডাউনের সময়ে প্রাসঙ্গিক নানা দাবিতে সোমবার খড়্গপুরের মহাকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হলো খড়্গপুর সিপিআইএমের পক্ষ থেকে।দাবীগুলির মধ্যে অন্যতম ছিল খড়্গপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন সুরক্ষা বলের জওয়ানকে খড়্গপুরে চিকিৎসাধীন না রেখে উপযুক্ত পরিকাঠামো যুক্ত কোনো কোভিড হাসপাতালে স্থানান্তরিত করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা, রেশন বন্টনে স্বচ্ছতা আনা ,ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও চিকিৎসা সহ অন্য কাজে গিয়ে অন্য রাজ্যে আটকে থাকা ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে আনার সুষ্ঠু ব্যবস্থাগ্রহণ সহ নানা দাবীতে ডেপুটেশন হয়। এদিনের প্রতিনিধিমূলক ডেপুটেশনে সবুজ ঘোড়াই, অমিতাভ দাশ,অনীত মন্ডল, স্মৃতিকণা দেবনাথ, মধুসূদন রায় প্রমুখ সিপিআইএম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।