পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান অভিক্ষা

মহঃ নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর,২ অক্টোবরঃ বুধবার মালদা জেলার বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে জেলার বিভিন্ন বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের (বিজ্ঞান অভিক্ষা) ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা উচ্চ বিদ্যালয়,মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়,নন্দলাল মেমোরিয়াল শিশু প্রতিষ্ঠান,বিবেকানন্দ শিশু অঙ্গন ও মাখনা কুইল পারা উচ্চ বিদ্যালয় সহ মোট পাঁচটি স্কুলের ২০৭ জন পরীক্ষার্থী তুলসিহাটা উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে।

    তুলসিহাটা জনের বিজ্ঞান মঞ্চের কার্যকরী পরিক্ষা ইন চার্চ মহঃ মিজানুর এক সাক্ষাৎকারে বলেন মালদা জেলার তুলসিহাটা জনের ছাত্রছাত্রীদের এই পরীক্ষা দেবার ব্যাপারে ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়।এই পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্রছাত্রীদের মধ্যে যারা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করবে তারা পরবর্তীতে জেলার পরীক্ষাতেও অংশগ্রহণ করতে পারবে বলে জানান।

    মহঃ মিজানুর বলেন মূলত তিনটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হচ্ছে যার মধ্যে আছে অঙ্ক,জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান।বিজ্ঞান মঞ্চের এই পরীক্ষায় তুলসিহাটা বিজ্ঞান মঞ্চের অন্যতম সদস্য মকিতুল ইসলাম, মহঃআরিফ, মহঃ নাজিম আক্তার, সুপ্রিয় ঘোষ, রতনা বসাক,সমির ভদ্র, সুরজিত দাস সহ অন্যান্যরা পরীক্ষা যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে তারা অত্যন্ত তৎপরতার সাথে তদারকি করছিলেন।