|
---|
নতুন গতি ডেস্ক : মঙ্গলবার উঃ চব্বিশ পরগনা জেলার ঘুর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় মাদ্রাসা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেবের নেতৃত্বে ঘুর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জের মাহমুদপুর সহ অন্যান্য স্থানের কয়েক হাজার মানুষের হাতে খাদ্য সামগ্রী ও ঔষধি দ্রব্য তুলে দেওয়া হয় সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে।
নিজে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী তুলে দেন আমাদের সুখ দুঃখের সাথী, বিশিষ্ট সমাজসেবী জনাব এ কে এম ফারহাদ সাহেব, ছিলেন সংগঠনের কার্যকারী সভাপতি জনাব নূরুল হক বৈদ্য, সংগঠনের সাধারণ সম্পাদক জনাব নূরুল হক, জনাব মোজাফফর হোসেন, সওকাত হোসেন পিয়াদা, সাহাবুদ্দিন চৌধুরী, মিনজারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।