|
---|
আজিম শেখ,নতুন গতি,রামপুরহাট : বিগত দিনে রাজ্যে বেশ কয়েকটি জায়গায় সংবাদ মাধ্যমের উপর আক্রমন, সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদে উপর মানসিক ও শাররিক অত্যাচারের বিরুদ্ধে আজ বীরভূম প্রেম ক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারের দফতরে প্রেসক্লাবের পদাধিকারীরা একটি স্মারকলিপি জমা দিল। এই প্রতিনিধি দলে সঙ্গে ছিল সাংবাদিক সহকর্মী ভবানী প্রাসাদ রায়। তাকে কয়েকদিন আগে তারাপীঠ থানা নিয়ে গিয়ে সারা রাত মারধর করা হয়।বিষয়টি রামপুরহাট প্রেস ক্লাব ও বীরভূম প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা সুপার কে জানালে, অভিযুক্ত পুলিশ আধিকারিক দেবপ্রসাদ মন্ডল ও এক সিভিক ভলান্টিয়ার তৎক্ষনাৎ সাসপেন্ড করা হয়ে।