|
---|
নিজস্ব প্রতিনিধি, সুতি : রেললাইনের ধার থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। শনিবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার নতুন মহেন্দ্রপুর সংলগ্ন রেল লাইনের ধারে। মৃত যুবকের নাম রুস্তুম শেখ(২০)। তার বাড়ি সুতি থানার মাহাতাবপুর এলাকায়। রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও রেললাইনের ধারে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। পরিবার ও স্থানীয়দের দাবি, শরীরের বিভিন্ন অংশ কেটে খুন করা হয়েছে রুস্তুম সেখকে। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।