কলকাতা পুরসভায় তৃণমূল ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শ্যামপুকুর বিধানসভা এলাকার বাসিন্দা বিজেপি নেতা সুনীল সিংহের বাড়ির অংশ বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেয় পুরসভা। তা নিয়েই দিনভর উত্তপ্ত শনিবারের পুর অধিবেশন। পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কাউন্সিলরেরা।

     

    অধিবেশন শেষ হতেই কলকাতা পুরসভায় বসে বিজেপি নেতাদের সাংবাদিক সম্মেলন শুরু হয়। সেই সাংবাদিক সম্মেলন থামিয়ে দেওয়ার চেষ্টা করতেই তৃণমূল কাউন্সিলরদের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠল বিজেপি পুরপিতাদের বিরুদ্ধে। শনিবার হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষই। এর মাঝেই বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর জওয়ানরা তৃণমূল কাউন্সিলরের গায়ে হাত তোলে বলে অভিযোগ। যদিও সজল ঘোষ জানান কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর জওয়ানরা তাদেরকে দেওয়া নির্দেশ মতোই কাজ করেছে।

     

    বিজেপি নেতা সুনীল সিংহের অভিযোগ, তাঁর বাড়িতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বুলডোজ়ার চালিয়েছে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। যদিও পুরসভার দাবি, বাড়িতে নয়, বাড়ির বেআইনি অংশ বুলডোজ়ার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।