|
---|
নিজস্ব প্রতিনিধি : জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্ম জয়ন্তী পালন করলো হুগলী জেলার বৈদ্যবাটী বনমালী মুখার্জী ইনস্টিটিউশন।
জাতীয় পতাকা উত্তোলন ,জাতীয় সংগীত পরিবেশন ,মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে বর্ষ ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের মাননীয় প্রধানশিক্ষক অমর নাথ ঘোষাল মহাশয় ।
আজকের এই অনুষ্ঠানে *মহাত্মা গান্ধী* শীর্ষক আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অশোক ভট্টাচার্য্য ।তিনি মহাত্মা গান্ধীর জীবন ,আদর্শ ,দেশপ্রেম বিষয়ে মনোজ্ঞ বক্তৃতা প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল বলেন “জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মের সার্ধশতবর্ষে উপলক্ষ্যে আমাদের বিদ্যালয় আগামী এক বছর একগুচ্ছ কর্মসূচী পালন করা হবে,আশা করি এর মাধ্যমে আমাদের ছাত্ররা মহাত্মা গান্ধীর জীবন ,আদর্শ দ্বারা সমৃদ্ধ হবে।”