দুর্গাপূজোর প্রাক্কালে সম্প্রীতির অনন্য নজির গড়লো বাদুড়িয়া

নাজিবুল্লাহ, বসিরহাটঃ আর কয়েকদিন বাকি দুর্গাপূজার, মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের কাজ তুঙ্গে, দুর্গাপূজা কিংবা ঈদ বাঙালির উৎসব মানেই হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলে একাকার থাকেনা কোন ধর্মের ভেদাভেদ। বুধবার উত্তর ২৪ পরগনা বাদুড়িয়া ব্লকে তেমনই একটি ছবি উঠে এলো আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন দুই শতাধিকের অধিক হিন্দু অসহায় দুঃস্থ দরিদ্র খেটে খাওয়া সাধারন মানুষের হাতে বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দিলেন পশ্চিমবঙ্গ যুব মাইনরিটি অ্যাসোসিয়েশন। পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি হিন্দু পরিবারের একাধিক মহিলারা। বুধবার মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে নারায়নপুর বাজারে সংগঠনের বিশেষ কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।বাদুড়িয়া ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা থেকে পুরুষ প্রত্যেকের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছেন সংগঠনের নেতৃত্ব। গত দুবছর আগে একটি অপ্রীতিকর ঘটনার মাধ্যমে বাদুড়িয়ায় অশান্তির পরিবেশ তৈরি হলেও সেই ঘটনা এখন অতীত, পুনরায় বাদুড়িয়া আবারো সম্প্রীতির পীঠস্থানে পরিণত হচ্ছে এই ঘটনা তা প্রমান করে বলে মনে করছেন বাদুড়িয়ার আপামর জনসাধারন। বস্ত্র নিতে আসা বছর পঁয়ত্রিশের এক মহিলা বলেন পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে আমি খুবই খুশি প্রতিবছর এমন অনুষ্ঠান আরো হোক আমি চাই।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ যুব মাইনরিটি অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোঃ আশিক বিল্লাহ, উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি মাসুদ আলম (শাহীন), সম্পাদক ইব্রাহিম মন্ডল, লালটু বিশ্বাস, শফিকুল ইসলাম, স্থানীয় প্রধান কনক লতা মন্ডল, বিশিষ্ট সাহিত্যিক মাস্টার আমির আলী সহ একাধিক নেতৃত্ব।