মেমারিতে বাবাসাহেব আম্বেদকর ১৩১ তম জন্ম দিবস পালিত করেন স্মৃতিরক্ষা কমিটি

সেখ সামসুদ্দিন : ১৪ এপ্রিল, বাবাসাহেব আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে বাবা সাহেবের ১৩১ তম জন্ম দিবস পালন করা হয়। এই জন্মদিবস পালন উপলক্ষে সকাল দশটায় মেমারি চকদিঘী মোড়ে বিবেক মূর্তিতে মাল্যদান করে আদিবাসী নৃত্য রনপা নৃত্য, ধামসা মাদল সহযোগে একটি র‍্যালি করা হয়। র‍্যালি শেষ হয় নুদিপুর মোরড় বাবাসাহেব এর মূর্তির পাদদেশে গিয়ে। উপস্থিত ছিলেন প্রাক্তন মেমারি বিধানসভার বিধায়ক অধ্যাপক ডঃ আবুল হাশেম মন্ডল, স্মৃতি রক্ষা কমিটির সভাপতি বিশিষ্ট শল্যচিকিৎসক সুশীল মূর্মু, স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, সহ সভাপতি ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, তারকনাথ সাহা সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মীর পারভেজ উদ্দিন, পঞ্চায়েত সমিতির সদস্য পাটোয়ারী মান্ডি, সমীরণ মজুমদার, যুব ব্লক সহ-সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়, বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাবাসাহেবের মূর্তিতে মাল্যদান করেন প্রাক্তন বিধায়ক অধ্যাপক ডঃ আবুল হাশেম মন্ডল, স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ডাঃ সুশীল মুর্মূ, নিত্যানন্দ ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন শহীদ শিব শংকর সেবা সমিতি ব্লাড ব্যাংকের সহযোগিতায় একটি রক্তদান শিবির করা হয়, শিবিরে ৩০ জুন রক্তদান করেন।