|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: নিজের দলের লোকের মুখে বিরোধিতার সুর। অমিত শাহর ‘হিন্দি আগ্রাসনের’ প্রকাশ্যে বিরোধিতা করলেন তামিলনাডুর বিজেপি প্রধান কে আন্নামালাই।
তিনি স্পষ্ট জানান “তামিলনাডু বিজেপি রাজ্যে হিন্দি চাপিয়ে দেওয়ার অনুমতি দেবে না। বরং তামিল যদি দেশে একটি সংযোগস্থাপনকারী ভাষা হিসেবে ব্যবহার করা হয়, তা হলেই দল গর্বিত হবে।”
তিনি আরো জানান “আমরা ভারতীয় এটা প্রমাণ করার জন্যে হিন্দি শেখার কোনও প্রয়োজন নেই। কর্মসংস্থান বা জীবিকার সমস্যায় কেউ হিন্দি বা যে কোনও ভাষা শিখতে পারেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আশাপ্রকাশ করেন যে প্রত্যেকে তাদের আঞ্চলিক ভাষা শিখবে।”