|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: কান্দাহার বিমান অপহরণ কাণ্ডে মুস্তাক আহমেদ জারগারকে সন্ত্রাসবাদী তকমা দিল নয়াদিল্লি।
এক বিবৃতির মাধ্যমে বলা হয়েছে “বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে’ অল-উমর-মুজাহিদিনের প্রতিষ্ঠাতা ও শীর্ষ কমান্ডারকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হল।”
জানা গেছে, কাশ্মীরের বিভিন্ন প্রান্তে হামলা, খুন ও এমনকী একাধিক কাশ্মীরি পণ্ডিতকে হত্যার মাস্টারমাইন্ড ছিল জারগার। আপাতত কাশ্মীরের মুজফফরবাদে নিজের সংগঠনের সদর দপ্তর তৈরি করে সন্ত্রাস চালাচ্ছে জারগার। আর তাঁকে মদত দিচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং জইশ-ই-মহম্মদ।