|
---|
নতুন গতি নিউজ দেস্ক: ফের কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উৎপাত। এবার প্রকাশ্যে গুলি করে মারা হল সতীশ কুমার সিং নামে এক গাড়িচালককে।
পুলিশের বক্তব্য “মাথায় গুলি লাগে সতীশের। হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। এই ঘটনার সাথে যুক্ত জেহাদিরা ছাড় পাবেনা। পুলিশ ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে তল্লাসি শুরু করেছে।
উল্লেখ্য, মার্চে ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পাওয়ার পর থেকেই উপত্যকায় সন্ত্রাসবাদীদের উৎপাত বেড়ে চলেছে – ২১ মার্চ বুদগাম এবং কুলগামে, ৩ এপ্রিল পুলওয়ামায়, ৪ এপ্রিল সোপিয়ানে, ৭ এপ্রিল পুলওয়ামায় ও ১৩ এপ্রিল কুলগামে।