|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, লক্ষীকান্তপুর : আজ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে দাদপুর গুনজুর পুর দারুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনে গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আনসার উদ্দিন মল্লিক, শিক্ষক মাওলানা জাকির হোসেন শিক্ষক শেখ রবিউল ও মাদ্রাসার অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী ছাত্র-ছাত্রী। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আনসার উদ্দিন সাহেব গান্ধীজীর জীবন ও আদর্শ ও ছাত্র-ছাত্রীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। শিক্ষক মাওলানা জাকির হোসেন গান্ধীজী সম্বন্ধে বলেন, গান্ধীজীর আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধী, বাপুজী, গান্ধীজী, ইত্যাদি নামেও তিনি খ্যাত। তিনি ২রা অক্টোবর ১৮৬৯ খ্রিস্টাব্দের জন্মগ্রহণ করেন। তাই এই দিনে গান্ধী জয়ন্তী হিসাবে যথাযোগ্য মর্যাদায় ভারতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। শুধু তাই নয় এই দিনে জাতিসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয। জাতিসংঘের সকল সদস্য সম্মতি জ্ঞাপন করে। তিনি ভারতের অন্যতম প্রধান রাজনীতিবিদ। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন। তিনি অত্যন্ত প্রভাবশালী আধ্যাত্মিক নেতা ছিলেন। তিনি ছিলেন সত্যগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে ইংরেজ শাসনের বিরুদ্ধে জনসাধারণের অবাধ্যতা ঘোষিত হয়েছিল। এ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর। এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সারা,সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম প্রেরণা।
এদিনে শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাওলানা রুস্তম আলী সাহেব, মাওলানা সিয়ামত আলী সাহেব, মাওলানা আবু সিদ্দিক হালদার, মাওলানা ইয়াকুব আলী সাহেব, মাওলানা মিজানুল হক, মাওলানা আব্বাস উদ্দিন, হাফেজ মাওলানা হাসান সাহেব, হাফেজ মাওলানা নাঈম উদ্দিন, শিক্ষক জাকির হোসেন পিয়াদা, আলিমুদ্দিন শেখ, জলিল শেখ, আজগার আলী, রাহাতুল্লাহ আবিদ হোসেন, শিক্ষিকা সাবিনা ইয়াসমিন সহ মাদ্রাসার সমস্ত শিক্ষক-শিক্ষিকা শিক্ষা দরদী এবং ছাত্র-ছাত্রী ও গ্রামবাসী বৃন্দ।