“ভারতের ১১তম রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালামের জন্মদিন পালন

সংবাদদাতাঃ ভারতের ১১তম রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালামের জন্মদিন বেডসের শ্রদ্ধাঞ্জলী “‘ উঃ ২৪ পরগনার আমডাঙ্গা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজে ১৫ই অক্টোবর সোমবার বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালনায় সাড়ম্বরে পালিত হল ভারতের মিসাইল ম্যান তথা সফলতম রাষ্ট্রপতি ও সকলের শিক্ষাগুরু ডঃ এ পি জে আব্দুল কালামের জন্মজয়ন্তী উৎসব। বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে কবিতা আবৃতি, ক্যুইজ, বক্তৃতা ও বিজ্ঞান মডেল প্রদর্শনের মাধ্যমের সমগ্র অনুষ্ঠানটি প্রানবন্ত করে তোলে। সংস্থার রাজ্য সভাপতি আমিন ইসলাম তাঁর ভাষনে ছাত্রছাত্রীদের কালাজীকে অনুসরন করার বার্তা দেন ও সরকারের কাছে তাঁর জন্মদিন ও মৃত্যুদিন পালনের আবেদন জানান। উপস্থিত সদ্য ডি লিট উপাধি পাওয়া নহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ শেখ কামালউদ্দিন সাহেবকে স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এছাড়া বক্তব্য রাখেন সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাষ্ট এর রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক “বঙ্গ সম্পদ” পুরস্কার প্রাপ্ত আবু সিদ্দিক খান, সংস্থার রাজ্য সম্পাদক শিক্ষক সাজাহান মন্ডল, রাজ্য সহ-সভাপতি শিক্ষক আলফাজ হোসেন,বেড়ী হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার বালা,রিয়াজুল ইসলাম, পুরবী দেবনাথ, শিক্ষক সাজাহান মন্ডল ও সঞ্চালক প্রসেনজিৎ রাহা প্রমুখ।