|
---|
নতুন গতি প্রতিবেদনঃ আজ থেকে ফের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে চালু হবে রেল যোগাযোগ ব্যবস্থা। রবিবার থেকে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকলেও, আজ বুধবার তা আংশিক ভাবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ট্রেন মালদা টাউন-গুমানি-রামপুরহাট-বর্ধমান-ব্যান্ডেল-নৈহাটি রুটে যাতায়াত করবে বলে রেল এক প্রেস বিবৃতিতে জানিয়েছে। জানা গিয়েছে,আজ থেকে শুরু হবে ৪ জোড়া ট্রেনের যাত্রা।
বুধবার থেকে চলবে আপ ও ডাউন কামরূপ এক্সপ্রেস। আপ ও ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আপ তেভাগা এক্সপ্রেস, আপ সরাইঘাট এক্সপ্রেস, ডাউন শিলচর – তিরুবনন্তপুরম এক্সপ্রেস, ডাউন কাজিরাঙা এক্সপ্রেস, গুয়াহাটি – কলকাতা গরিব রথ। মূলত দুরপাল্লার ট্রেনগুলিকেই বেছে বেছে চালানোর সিদ্ধান্ত হয়েছে। যাতে বেশি সংখ্যক মানুষ দূরবর্তী স্থানে যেতে পারেন।
মঙ্গলবারই মালদার ডিআরএম যতীন্দ্র কুমার জানিয়েছেন, ‘ট্রেন কবে থেকে পুরোপুরি চলবে সেটা নির্ভর করবে রেলওয়ে সেফটি কমিশনারের অনুমোদনের উপর। ধুলিয়ান, সুজনিপাড়া, নিমতিতা স্টেশনে ক্ষতির পরিমাণ এতটাই যে, এই রুটে যাত্রী পরিষেবা ও নিরাপত্তা নিশ্চিত হতে সময় লাগবে অনেকটাই।’ উত্তর-পূর্ব সীমান্ত রেলের আওতায় থাকা ভালুকা রোড ও হরিশচন্দ্রপুর স্টেশন দু’টোরই প্যানেল রুম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন রেলকর্মীরা। তবে, এই দুই স্টেশনেই রেকের গতি নিয়ন্ত্রণ করে পেপার সিগন্যাল দিয়ে ট্রেন চালানো সম্ভব বলে মনে করা হচ্ছে। হরিশচন্দ্রপুর স্টেশনের অবস্থা তুলনামূলক ভাবে কিছুটা ভালো। এই দুই স্টেশনের ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে।
প্রসঙ্গত, সিএএ বিরোধিতার নামে তাণ্ডবে গত শুক্রবার থেকে বন্ধ উত্তর ও দক্ষিণবঙ্গের সমগ্র রেল যোগাযোগ ব্যবস্থা। মালদহ ডিভিশনের অবস্থা সবচেয়ে শোচনীয়। পাশাপাশি, মুর্শিদাবাদের একাধিক স্টেশন কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছিল এক মাসের আগে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা সম্ভব নয়। কিন্তু সকলের অসুবিধার কথা মাথায় রেখে আজ থেকে আংশিক পরিষেবা শুরু করা হচ্ছে।