|
---|
আজিম সেখ,নতুন গতি,বীরভূম: –সারা দেশ ও রাজ্য যকন NRC,CAB নিয়ে উত্তাল। জায়গাই জায়গাই জ্বলছে আগুন। বিঘ্ন ঘটছে যাতায়তের। ঠিক তখনী কিছু সুযোগ সন্ধানী মানুষ এসেছে এলাকাই ব্যাবসা করতে ।
বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়া গ্রামে বুধবার বেলা ১১টা নাগাদ দেখা গেলো দুটি অ-পরিচয়ের ব্যাক্তিকে। তারা রামপুরহাট রেল স্টেশন থেকে একটি টাটাসুমো গাড়ি ভাড়া করে পৌঁছেছে কাষ্ঠগড়া গ্রামে। তারপরে একটি দোকানে গিয়ে তারা কিছু LED TV, ও মনিটর দেখান।
এবং পরিচয়ে বলেন আমরা আর্মি তে সার্ভিস করি ।বাড়ি মিরাট । আমরা এই মালগুলো আর্মি ক্যান্টিন থেকে নিয়ে এসেছি। এই গুলো খুব কম দামে বিক্রি করে দিবো। কম দামের নাম শুনে বেশ কিছু লোকজন একত্রিত হয়। তার পরেই করো করো তাদের উপর সন্ধেও জাগে। কিন্তু সেই ফ্রট লোকগুলি সন্ধেহের জায়গাটা রীতিমতো কভার করার চেষ্টা করেছিলেন। যেমন পরনে ছিলো আর্মির সুয়েটার টুপি ও খাকি প্যান্ট ।ঘটনা স্থলে পৌঁছাই ভিলেজ পুলিশ ও বেশ কয়েকটি সিভিক ভলনটিযার ।তারা সেই অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তিকে জিজ্ঞাসা বাদ করতে চাইলে তারা ভিলেজ পুলিশ ও সিভিক ভলনটিযার দেরকে ধমক দিয়ে বলে আমরা আর্মি, আপনার যদি পুলিশ হয়ে থাকেন তাহলে গাড়িতে উঠুন আর চলুন থানা। যা দেখানোর আমরা থানায় দেখাবো । সব পেয়ে যাবেন আমাদের জনম কুণ্ডলী চলুন থানা।
অবশেষে ভিলেজ পুলিশ খবর দেন রামপুরহাট থানাতে। তারপরেই রামপুরহাট থানার পুলিশ নির্দেশ দেন ওদের আটক করে রাখার জন্য ।কিছুক্ষন পরে পুলিশ এসে টাটাসুমো গাড়ি (WB 40R0160) ,LED TV, মনিটর ,ও সেই আর্মি পরিচয় দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান রামপুরহাট থানাতে।