আগামী ১-২ ঘণ্টার মধ্যেই ভাসতে চলেছে কিছু জেলা বজ্রপাতের সময় বিপদ ও প্রাণহানির আশঙ্কা এড়াতে মানুষজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা : জুলাই মাসের প্রথম সপ্তাহ কেটে গেলেও বৃষ্টি নিয়ে আশার কথা শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে কবে ঝাঁপিয়ে আসবে বৃষ্টি সেই নিয়ে নিশ্চিত করে কিছু বলাই যাচ্ছে না। তবে আগামী ১-২ ঘণ্টার মধ্যেই ভাসতে চলেছে কিছু জেলা। নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ প বজ্রপাতের সময় বিপদ ও প্রাণহানির আশঙ্কা এড়াতে মানুষজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলাই থাকবে। ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। তবে, আগামী চার-পাঁচদিন রাজ্যজুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতা ছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।