হাওড়া থেকে ধৃত মাদ্রাসা শিক্ষক আনিরুদ্দিন আনসারিকে জেরা করে বিস্ফোরক সব তথ্য পেল NIA

নিজস্ব সংবাদদাতা : হাওড়া থেকে ধৃত মাদ্রাসা শিক্ষক আনিরুদ্দিন আনসারিকে জেরা করে বিস্ফোরক সব তথ্য পেল NIA. তদন্তকারীদের দাবি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার উল বাংলার অন্তত ২ সদস্যকে সে সাহায্য করেছিল বলে দাবি করেছে ওই জঙ্গি লিংকম্যান। তবে তাদের সে চেনে না বলে দাবি করেছে আনিরুদ্দিন। যা সত্য নয় বলে মনে করছেন গোয়েন্দারা।NIA সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আনসার উল বাংলার ২ সদস্যকে সে ট্রেনের টিকিট কেটে দিয়েছিল বলে স্বীকার করেছে আনিরুদ্দিন। তাদের আশ্রয়ও দিয়েছিল। তাদের মধ্যে একজন ভোপাল ও অন্যজন অসমে যায়। তবে সেই জঙ্গিদের সে চিনত না বলে দাবি করেছে আনিরুদ্দিন। এক পরিচিত ব্যক্তির অনুরোধে সে এই কাজ করেছিল বলে দাবি তার।গোয়েন্দারা জানতে পেরেছেন, পুরুল্যায় পাড়ার বাসিন্দা ছিল আনিরুদ্দিন। ২ বছর আগে মাদ্রাসা শিক্ষকের চাকরি নিয়ে হাওড়ার বাঁকড়ায় আসে সে। এর পর জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ে।

    বলে রাখি, গত ১ জুলাই বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয়েছে আনসার – উল – বাংলার জঙ্গি ফয়জল আহমেদ। মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাসকে খুনে অভিযুক্ত ছিল সে। নিজেকে অসমের কাছার জেলার বাসিন্দা বলে নথি দেখিয়ে বেঙ্গালুরুতে কাজও জোগাড় করে ফেলেছিল সে।গত মার্চে হাওড়ার বাঁকড়া থেকে আনিরুদ্দিনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। তার পর তাকে জেলে পাঠায় আদালত। সেখানেই তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। এনআইএ সূত্রের খবর, প্রয়োজনে আনিরুদ্দিনকে হেফাজতে নেবে তারা।