|
---|
আরিফুল ইসলাম, হুগলী: পবিত্র রমজানে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ইফতার মাহফিল। আজ ২৩ রমজান হুগলী জেলার জাঙ্গীপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তীর উদ্যোগে মুণ্ডুলিকা গ্রাম পঞ্চায়েতের আহেরি পোতাই অনুষ্ঠিত হল সমগ্র বিধানসভার ইফতার মাহফিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তামিম সিদ্দিকী সিদ্দিকী। তিনি পবিত্র রমজানের গুনাবলী নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তার বক্তব্যের মাধ্যমে সম্প্রীতির বার্তা উঠে আসে। ইফতার সন্মুখে নিয়ে মোনাজাতের মাধ্যমে বিশ্বশান্তি কামনা করেন ইফতার মাহফিলের প্রধান অতিথি তামিম উদ্দিন সিদ্দিকী।
এছাড়াও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন জাঙ্গীপাড়া বিধানসভার বিধায়ক তথা হুগলী জেলা শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি স্নেহাশীষ চক্রবর্তী, চুঁচুড়ার বিধায়ক আসিত মজুমদার, হুগলী জেলা তৃণমূল কংগ্রেসের সভাধিপতি মেহবুব রহমান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল জব্বার, কর্মাধ্যক্ষ সাহিনা সুলতানা, শান্তুনু ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, ব্লক সভাপতি মোহনলাল নাড়ু, আব্দুর রহিম দুল, সামসের মল্লিক, এছাড়া উপস্থিত ছিলেন জাঙ্গীপাড়া ব্লক নেতৃত্বে সহ ১৪ টি পঞ্চায়েত নেতৃত্বরা।
উদ্যোক্তাদের তরফ থেকে উপস্থিত অতিথিদের সংবর্ধিত করাও হয়। সেই সঙ্গে আগত মানুষদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, চণ্ডিতলা ১নং সমিতির মলয় খাঁ, সংখ্যালঘু সেলের পক্ষ থেকে সেখ আব্দুল গফুর, আনাস মল্লিক (মুন্না) ও পঞ্চায়েত সমিতির সদস্য আমিনুদ্দিন। ইফতার অনুষ্ঠানে সৌন্দর্য দেখে আপ্লুত হয়ে প্রশংসায় পঞ্চমুখ অতিথিরা। উক্ত মাহফিলে সমগ্র ব্লক থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কয়েকহাজার মানুষ উপস্থিত ছিলেন।