|
---|
আজাহার উদ্দিন:পবিত্র রমযান মাস উপলক্ষে হুগলির খানাকুল থানার ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের অডিটোরিয়ামে ইফতার মজলিস ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা সংখ্যালঘু সেলের সম্পাদক তথা ফুটবল তারকা সৈয়দ রহিম নবী,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ড,গোপাল রায়,খানাকুল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নইমুল হক (রাঙা), রামমোহন কলেজের অধ্যাপক ড মঈদুল ইসলাম, ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ হায়দার আলী, আলহাজ্ব মাওলানা খন্দকার আবু শরীফ, সমাজের বিশিষ্টজন।রমযান মাসের গুরুত্ব ও আগাম ঈদের শুভেচ্ছা জানান,প্রধান হায়দার আলী এই উদ্যোগকেই সাধুবাদ জানান।