|
---|
কলকাতা: রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের চাঁদ পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পানাপুকুর যুব সংঘের পরিচালনায় স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধন সমাপ্ত হয়।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি বলেন রাজ্যের সার্বিক উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন তা অত্যন্ত প্রশংসনীয় ভারত তথা বিশ্বের দরবারে। উন্নয়নে নিরিখে বাংলা ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে পিছনে ফেলে যেভাবে এগিয়ে চলেছে তাতে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে বলে বিধায়ক দাবি করেন।
জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা কোর কমিটির সদস্য জনাব এ কে এম ফারহাদ সাহেব বলেন আমাদের দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নব প্রজন্মের নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার কোনায় কোনায় উন্নয়নের ধারা অব্যাহত আমরা আশাবাদী আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠিত হবে। এই অনুষ্ঠানটি প্রত্যেক বছরের ন্যায় এ বছরও যেভাবে আয়োজন করেছে স্থানীয় নেতৃত্ব কে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন কর্মাধ্যক্ষ ফারহাদ সাহেব। তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে গুণীজনদের সম্মান জানানো সেই পথেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিভিন্ন এলাকায় সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়ার সুবন্দোবস্ত চলছে একই সঙ্গে দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান প্রসঙ্গে তিনি বলেন বাংলা দশ কোটি মানুষ আজ টেনশন মুক্ত হয়ে সরকারি পরিষেবা পেয়ে চলেছে।সত্যই তার অত্যন্ত প্রশংসনীয় বলে তিনি দাবি করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যের কর্মাধ্যক্ষ জাহানারা বিবি,বিধাননগর পৌরনিগমের ৪ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর শাওনাওয়াজ হোসেন মন্ডল ডাম্পি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মালেক জাদী, অঞ্চল সভাপতি শ্রী তরনী নস্কর, অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন জব্বার আলী,রাইহান, আনসার সহ স্থানীয় নেতৃত্বরা।