|
---|
রেজিনা খাতুন, সাগরদিঘী : চলছে রমজান মাস সঙ্গে প্রচন্ড রোদের তাপে হিমশিম খাচ্ছে মানুষ, আর এইসময় বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। প্রত্যেক দিনই মুমূর্ষ রোগীররা রক্তের জন্য নাজেহাল হয়ে পড়ছে। প্রয়োজনে মিলছেনা ব্লাড ব্যাংক এই রক্ত। কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা প্রতিনিয়ত মুমূর্ষু রোগীকে রক্ত দান করে থাকে এবং বিভিন্ন জায়গায় তারা রক্তদান শিবির করে থাকে। তাদের জন্যই মূলত মুমূর্ষু রোগীরা অনেকটাই সুস্থ হয়ে উঠছে এবং রক্ত ঠিকঠাক পাচ্ছে। আজকে আরো একটি সাক্ষী হয়ে দাঁড়ালো সাগরদিঘীর বুকে। মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে রোজা অবস্থায় রক্ত দান করল সাগরদিঘী থানার সিভিক ভলেন্টিয়ার। মুর্শিদাবাদের সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন হরহরির বাসিন্দা জাহির উদ্দিন শেখ রক্তাল্পতার কারণে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ডাক্তার তার পরিবারকে বলেন দু বোতল রক্ত ভীষণ প্রয়োজন। গতকালকে এক বোতল রক্তের ব্যবস্থা হলেও আজকে আবারো এক বোতল রক্তের প্রয়োজন পড়ে, এবং সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ রোগীর পরিবারের কাছ থেকে রক্তে প্রয়োজনের কথা জানতে পারলে সঙ্গে সঙ্গে সাগরদিঘী ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস কে জানান, এবং তিনি সাগরদিঘী থানার এসআই সুমন পাল কে জানালে সুমন পাল এর এক কথায় রোজা অবস্থায় এবং থানায় ডিউটিরত অবস্থায় রক্তদানে এগিয়ে আসেন বেলসান্ডার বাসিন্দা তথা সাগরদিঘী থানার সিভিক ভলেন্টিয়ার জসিম শেখ। রক্তদান করে জসিম সেখ খুব আনন্দ পায় এবং তিনি সকল মানুষকে রক্তদানের জন্য আহ্বান জানান, মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে আপনারাও রক্তদানে এগিয়ে আসুন। রোগীর পরিবার অজস্র ধন্যবাদ জানিয়েছে জসিম সেখ এর রক্তদানে এগিয়ে আসা দেখে।