RSS-এর দাঙ্গা প্ররোচনার কড়া নিন্দা করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী

সালেহ মুসা; হুগলি: গতকাল চণ্ডীতলা থানার অর্ন্তগত বড়তাজপুর ও কাপাসহাড়িয়া মাঝের পাড়া এলাকায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিনা অনুমতিতে রাষ্ট্রীয় স্বয়ং সেবক বাহিনীরা জোর পূর্বক মুসলিম পাড়ায় ঢুকে নামাজ চলাকালীন উচ্চস্বরে গান-বাজনা করতে থাকে। এমন সময় প্রতিবাদ করলে, মসজিদে ভাঙচুর করা সহ মুসলিম পাড়ায় ঢুকে প্রশাসনের সামনেই মুসলিমদের ঘর-বাড়িও তারা ভাঙচুর করে। এছাড়াও, কিছু মুসলিম যুবক ও বৃদ্ধ মানুষদের বেধড়ক পেটাতে থাকে।

    এই ঘটনা প্রতিবাদে মুসলিম জনসাধারণ পথ অবরোধ করলে তাদেরকে পুলিশ ইট, পাথর ও লাঠি দিয়ে পেটাতে থাকে। এরফলে এলাকার শান্তি প্রিয় মুসলিমরা তীব্র আতঙ্কিত হয়ে পড়ে।

    আজ দুপুর ১২টা নাগাদ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী সহ এক প্রতিনিধি দল এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষার স্বার্থে সাধারণ মানুষের সাথে উক্ত এলাকায় সাক্ষাৎ করেন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি নিয়ে চণ্ডীতলার C.I. সহ চণ্ডীতলা থানার O.C.-র সাথে কথা বলেন। প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কাজ করার কথা বলেন এবং নিরপেক্ষ ভাবে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখেন।

    পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন, এই হুগলি জেলার ফুরফুরা দরবার শরিফ শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এবং ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত থাকার কথা। তাই আমরা ফুরফুরা দরবার শরিফের একজন প্রতিনিধি হিসাবে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ পুনরায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই সর্দাথক প্রয়াস। তিনি প্রশাসনের উদ্দেশ্যে দাবি রাখেন, আপনারা যদি প্রকৃত অভিযুক্তদের গ্রেপ্তার না করেন, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে হবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। এর সাথে তিনি সমস্ত রাজনৈতিক দলকে সম্প্রীতি রক্ষার জন্য এদিন আবেদন জানিয়েছেন।