জেলা জুড়ে আইনী সহায়তা ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির

নিজস্ব সংবাদদাতা, সিউড়ী: সাধারন মানুষের দরজায় আইনী পরিষেবা পৌছে দিতে অভিনব উদ্যোগ নিলো বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি। শুক্রবার জেলার সিউড়ী, মহম্মদবাজার, রামপুরহাট, মহম্মদবাজার, ইলামবাজার, লাভপুর, দুবরাজপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত ও গ্রাম স্তরে অথরিটির আইনী সহায়করা আইনী সচেতনতা শিবির করেন। সেখানে অন-ষ্পট সাধারন মানুষের নানাবিধ সমস্যা লিপিবদ্ধ করে সমাধান করা হয়। যে সমস্যা অন-ষ্পট সমাধান করা হয় নি তা প্রয়োজন মতো সমাধান করা হবে বলে জানান পার্শ্ব আইনী সহায়করা।

    এদিন নজিরবিহীন ভাবে অথরিটির সচিব – বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায় ভার্চুয়াল ইন্টারএ্যকশন করেন। যেখানে জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ সরাসরি বিচারক মহাশয়ের সঙ্গে ভার্চুয়াল ইন্টারএ্যাকশন করেন। মানুষের সমস্যা শোনার পর অন-ষ্পট সমাধান করেন বিচারক। যে সব অভিডোগ সমাধান করা যায় নি তা অথরিটির অফিস মারফৎ সমস্যা সমাধান করার কথাও জানান। এছাড়াও ন্যাশনাল ও স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির থিম সং, বিভিন্ন অডিও-ভিডিও বার্তা বিচার বিভাগের চেতনা-সাথী ট্যাবলোর সাধ্যমে অন-স্ক্রীন দেখিয়ে সচেতন করা হয়। বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায় বলেন, এদিন ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি ছত্রছায়াই ও স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির নির্দেশে বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি এই কর্মসূচি সারা জেলা জুড়ে পালন করে। নজিরবিহীন ভাবে এদিন বিচারক ভার্চুয়াল পদ্ধতিতে গ্রামাঞ্চলের সাধারন মানুষের অভিযোগ সরাসরি শোনেন ও সমাধান করেন।