ট্যাক্সির ডিক্কি খুলতেই উদ্ধার বস্তা বস্তা গাঁজা,গ্রেপ্তার দুই গাঁজা ব্যবসায়ী

সাকিব হাসান,বারুইপুর: একেরপর এক বড় সাফল্য বারুইপুর পুলিশ জেলায়। পুলিশ সূত্রে খবর, গাঁজা নিয়ে একটি ট্যাক্সি করে বারুইপুর চাম্পাহাটি তে ঢুকছিল। সেই খবর পুলিশের কাছে গোপন সূত্রে আসা মাত্রই সাদা পোশাকে ওঁত পেতে বসে ছিল স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। এরপর ওই সাদা ট্যাক্সিটি চাম্পাহাটি রেল গেটের কাছে আসতেই, তখনই সেই ট্যাক্সি টিকে ঘিরে ফেলে পুলিশ। তল্লাশি চালিয়ে ওই ট্যাক্সির ডিক্কি থেকে উদ্ধার হয় তিন বস্তা গাঁজা। প্রায় ৯০ কিলো গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ টাকা। ভিন রাজ্য উড়িষ্যা থেকে একটি ট্যাক্সি করে গাঁজা নিয়ে আসার সময় পুলিশের জালে দুই অভিযুক্ত। বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) টিম রবিবার বিকেলে ভিন রাজ্য উড়িষ্যা থেকে বারুইপুর থানার অন্তর্গত চাম্পাহাটি এলাকায় তাদেরকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। এই বিপুল পরিমান গাঁজার বেশিরভাগটাই দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ, জিবনতলা, ক্যানিং, বারুইপুর ও সোনারপুর এলাকায় সাপ্লাই দিত এই দুই গাঁজা ব্যবসায়ী। তবে কি এই গাজা পাচার চক্রের পেছনে কোনও বড়সর মাথা কাজ করছে? তবে তারা কারা? সেই রাঘোব বোয়ালরা কেন ধরা পড়ছে না! এখন এই প্রশ্ন তুলছেন অনেকেই।