|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- সমকাজে সমবেতন, আট ঘণ্টা কাজের দাবি, বকেয়া বেতন সহ একাধিক দাবিদাবা নিয়ে। আজ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের মধ্যে প্রায় ২৩০ জন আসা কর্মীরা পঞ্চগ্রাম BMOH এর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে গিয়ে স্মারকলিপি দিলো। আর এবিষয়েই এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষে ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের আসা কর্মীদের তরফে জানানো হয়। আর এবিষয়েই এদিন সংগঠনের নেত্রী জয়তী মন্ডল বলেন,আশা কর্মীদের অবিলম্বে মাসের বকেয়া উৎসাহ ভাতা দিতে হবে। অবিলম্বে দিতে হবে কোভিড আক্রান্ত আশা কর্মীদের বিমার বকেয়া টাকা।সহ ৮ দফা দাবিতে ব্লকের পঞ্চগ্রাম BMOH মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন আমাদের এই দাবি না মানা হলে আগামীদিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবো।