|
---|
নবাব মল্লিক, কুলতলি: কুলতলির চিতুরি বনদপ্তরে বিক্ষোভ ডেপুটেশন ও ঘেরাও কর্মসূচি নিল এপিডিআর-র। মইপিট এলাকায় দীর্ঘদিনের লকডাউন এর কারণে এলাকার বহু মানুষের কাজ নেই, এর মধ্যে ভিন রাজ্যের শ্রমিকরাও ফিরেছেন। সামগ্রিকভাবে এলাকার মানুষ ভীষণ আর্থিক সংকট ও দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। বনদপ্তর এর মাধ্যমে জব কার্ড হোল্ডারদের কাজ করানো হচ্ছে, কিন্তু বনদপ্তরের এই কাজে প্রচুর অনিয়মের অভিযোগ গ্রামবাসীদের পক্ষ থেকে করা হয়েছে। এই জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা আইন অনুযায়ী সবাই কাজ পাচ্ছেন না, যারা কাজ করছেন মাস্টাররোলে তার সঠিক প্রতিফলন হচ্ছে না। লোক নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণ অভিযোগ উঠছে। আর তার বিরুদ্ধেই আজকের এই বিক্ষোভ বলে খবর। বিক্ষোভকারীদের দাবি
১) প্রত্যেক মৎস্যজীবীকে নদীতে যাওয়ার পাশ দিতে হবে।
২)কোন রাজনৈতিক রঙ দেখে নয়, সবাইকে NREGA Act প্রকল্পে ক্রমানুসারে কাজ দিতে হবে।
৩) যারা পাশ পাননি, তাদের বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে। ৪) কাজের বিনিময়ে বকেয়া জব কার্ডের টাকা অবিলম্বে ব্যবস্থা করতে হবে।
৫) মৎস্যজীবীদের জীবিকার ওপর কোনো অজুহাতে কোনরকম হস্তক্ষেপ চলবে না।
৬) মধু ভাঙার মহল পাশের অনুমতি সবাইকেই দিতে হবে।
উপরোক্ত এই দাবি নিয়ে চিতুরি বনদপ্তর এ বিক্ষোভ ডেপুটেশন ও ঘেরাও কর্মসূচি নেওয়া হয় আজ।