|
---|
নবাব মল্লিক, ঢোলাহাট: শুক্রবার সমস্ত দিন নরকঙ্কাল উদ্ধারের খবরে সরগরম ঢোলাহাট। সূত্রের খবর ঢোলাহাটের আবাদ ভগবানপুরে ধাণক্ষেতে ধাণ কাটতে গিয়েছিলেন কিছু কৃষক। ধাণকাটার সময় হঠাৎই গোলাকার কিছু বস্ততে পা লাগে তাদের। ভালো করে জিনিসটিকে দেখতে গিয়ে তারা দেখেন সেটি মাণুষের মাথার খুলি। ধাণকাটা ফেলে আতঙ্কে ডাঙায় উঠে আসেন তারা। খবর দেওয়া হয় ঢোলাহাট থানায়। এরপর পুলিশ এসে নরকঙ্কাল উদ্ধার করে। ঘটনা সম্পর্কে পুলিশের অনুমান ওই জমির পাশে একটি খাল রয়েছে, জোয়ারের সময় ওই নরকঙ্কালটি খাল থেকেই ভেসে এসেছে। উদ্ধার হওয়া নরকঙ্কালটিকে শুক্রবার দুপুরে কাকদ্বীপ মর্গে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।