|
---|
নূর আহমেদ,মেমারি, ২০ অগাষ্ট শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পালিসিট স্টেশন এলাকা থেকে ২৮০ লিটার বেআইনি মদ উদ্ধার করে পুলিশ। মেমারি থানা সূত্রে জানা যায় পালসিট আন্ডারপাশ থেকে ১৭০ লিটার ও উলোরা পীরতলার কাছ থেকে ১১০ লিটার বেআইনি মদ উদ্ধার করা হয়। বেআইনি মদ বিক্রির অভিযোগে মেমারি থানার পুলিশ ৪ জন কে গ্রেপ্তার করে। ধৃত মিঠুন রায়, চঞ্চল হালদার, বিক্রম মাল, খগেন মুদির বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রবিবার সকালে বর্ধমান আদালতে পেশ করা হয়।