|
---|
নূর আহমেদ,মেমারি, ২০ অগাষ্ট,রক্তদান মহৎ দান। রক্তই স্রষ্টার দেওয়া এমন একটি উপহার যেটি এক বার দান করলে তিন জন মানুষরে জীবন বাঁচাতে পারে। তাই রক্তদান করা প্রত্যেক মানুষের সামাজিক কর্তব্য। রাজ্যে বিভিন্ন ব্লাডব্যাঙ্কে প্রয়োজনের তুলনায় রক্তের যোগান কম তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির। রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির বাগিলাতে বাগিলা সবুজ সংঘ ক্লাবেপ উদ্যোগে ও আব্দুল কালাম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তণ সদস্য সনাতন হেমব্রম। উদ্যোক্তাদের পক্ষ থেকে সঞ্জিত গৌতম ও লক্ষ্মী গৌতম জানান, কলকাতার অশোক ব্লাড সেন্টারের পক্ষ থেকে রক্ত সংগ্রহ করা হয়। ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। আব্দুল কালাম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টেরআব্দুল হালিম জানান, এই মানবিক কর্মসূচীতে একজন সহযোগী হিসাবে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। রক্তদান শিবির যতবেশি আয়োজন করা হবে তত বেশি মানুষের উপকার হবে। আমাদের প্রত্যেককে রক্তদান শিবির করার ব্যপারে উদ্যোগী হতে হবে।
নূর আহামেদ, মেমারি