|
---|
আজিজুর রহমান,গলসি : তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠলো সিপিএমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গলসি ১নং ব্লকের পোতনা পুরসা অঞ্চলের রামপুর গ্ৰামে। অভিযোগ, সোমবার রাত নয়টার সময় রামপুর গ্ৰামের তৃণমূলের কার্যালয়ে সিপিএমের দশ বারোজন কর্মী এসে গ্রামের তৃণমূল কর্মী শ্যামল মুখার্জির উপর চড়াও হয়। তাকে রড় ও লাঠি দিয়ে মারধর করে বলে বলে জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। স্থানীয়রা আহত কে উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। তৃণমুলের অঞ্চল সভাপতি রবিউল মল্লিকের অভিযোগ সিপিআইএম এর সাথে কিছু আসাধু লোক আছে যারা দিনে তৃণমূল আর রাতে সিপিআইএম করে। তারাই ওই বুথের নেতাকে মারধর করেছে।
তবে বিষয়টি নিয়ে ডিওয়াইএফআই এর জেলা কমিটির সদস্য মনসিজ হোসেন জানিয়েছেন, তারা ওই গ্ৰামে পঞায়েত ভোটে একটি আসনে জয়লাভ করেছেন। তবুও তৃণমূলের নেতাকর্মীরা তাদের নির্বাচিত জনপ্রতিনিধি কে সাথে নিয়ে গ্রামের উন্নয়নে কাজ করছেন না। উন্নয়নের টাকা লুট করছে তৃণমূল। তাই সিপিআইএম এর কোন হাত নেই। গ্ৰামের মানুষ তৃণমূলের উপরে ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানিয়েছেন।