“অরণ্যে ভেসে যায় কবিতার সুর সাহিত্যানুষ্ঠান নদিয়ায়”

দীনমহাম্মদ সেখ : গত রবিবার ১০ই এপ্রিল নদিয়ার বেথুয়াডহরী অভয়ারণ্য সংলগ্ন বনবিতানে নাকাশিপাড়ার পাঁচটি পত্রিকা বনামি, সৌপ্তিক,কথাকৃতি, কাব্যকণ্ঠ ও পথ — এর উদ্যোগে কবিতা পাঠ বনভোজন ও সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার প্রায় পঁচাত্তর জন কবি সাহিত্যিক। বৃক্ষরোপণ ও প্রদীপ প্রজ্জ্বলের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।স্বাগত ভাষণ দেন কবি দিলীপ মজুমদার। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক শ্যামাপ্রসাদ ঘোষ, ড. দেবনারায়ন মোদক, সিদ্ধার্থ দে, হরিদাস দে, রহমতুল্লাহ সহ আরও অনেকে।সূচনা সংগীত পরিবেশন করেন সুপর্ণা চৌধুরী। কবিতা পাঠ করেন কবি আশুতোষ রায় ,কনক ঠাকুর,অমৃতাভ দে, অনল সরকার, শীতল চট্টোপাধ্যায়,তারকচন্দ্র মজুমদার ,ফজলুর রহমান মন্ডল, ইব্রাহিম বিশ্বাস, জনসন সন্দীপ সহ আরও অনেকে। এই অনুষ্ঠানে কাব্যকণ্ঠ সাহিত্য পত্রিকার একাদশতম সংখ্যা প্রকাশিত হয়। মোড়ক উন্মোচন করেন ড. দেবনারায়ন মোদক মহাশয়। কাব্যকণ্ঠ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে এবছর “কাব্যকণ্ঠ সাহিত্য সম্মাননা ২০২২”- এর প্রাপক নদিয়ার প্রথিতযশা কবি দেবদাস আচার্য অসুস্থতার কারণে উপস্থিত না থাকায় সেই সম্মাননা কবির হয়ে তুলে দেওয়া হয় কবি অমৃতাভ দে মহাশয়ের হাতে।সংগীত পরিবেশন করেন ঐশিকী সরকার, সাধন পাত্র,নওশাদ মল্লিক। আবৃত্তি পরিবেশন করেন মাধুরী রায়,সংগীতা দত্ত, সুমন বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগীতা দত্ত, পার্থসারথি চৌধুরী,বাপ্পা দত্ত ও নবকুমার সরকার।এমন নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে কবিতা পাঠের এই অভিনব আয়োজনে খুশি আগত কবিবন্ধুরা।