|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাংলায় শেষ কবে দলের কর্মসূচিতে এসেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য–রাজনীতিতে। কারণ আগামী ১৭ অক্টোবর সিপিএমের প্রতিষ্ঠা দিবস। সেদিন প্রমোদ দাশগুপ্ত ভবনে হবে কর্মসূচি। যেখানে প্রধান বক্তা প্রকাশ কারাত। সেখানে অনুপস্থিত থাকছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলে সূত্রের খবর। ইন্ডিয়া জোট গঠন হওয়ার পর থেকে সিপিএমের বেঙ্গল লাইনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সীতারাম ইয়েচুরির। কারণ নীচুতলা এই জোট প্রক্রিয়ায় খুশি নয়। আর তাতেই এবার বেঙ্গল লাইনে প্রবেশ করতে চলেছেন প্রকাশ কারাত বলে জানা যাচ্ছে।
এদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট তৈরি হয়েছে। আর তা তৈরির সময় গত জুন মাসে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পাটনার বাড়িতে প্রথম বৈঠক বসে ১২ জুন। তার পরে বেঙ্গালুরু এবং মুম্বইয়ে বৈঠক হয় ‘ইন্ডিয়া’র। তখনের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইয়েচুরির ছবি বঙ্গ সিপিএমের নীচুতলায় ক্ষোভের জন্ম দেয়। সেটা কমাতে বেঙ্গল লাইনের নেতাদের বিশেষ কর্মসূচি নিতে হয়েছে। তখন থেকেই আর কোনও কর্মসূচিতে রাজ্যে আসেননি সীতারাম ইয়েচুরি। অথচ সাধারণ সম্পাদকই পলিটব্যুরোর পক্ষ থেকে বেঙ্গল লাইনের মূল দায়িত্বে রয়েছেন।
অন্যদিকে জুন থেকে অক্টোবর মাসের মধ্যে দু’টি রাজ্য কমিটির বৈঠক হয়। ৩১ অগস্ট কলকাতায় কেন্দ্রীয় সমাবেশ করে রাজ্য বামফ্রন্ট। কৃষক ও ক্ষেতমজুর সংগঠন রানি রাসমণি অ্যাভিনিউয়ে দু’টি পৃথক সমাবেশ করে। কিন্তু সীতারাম ইয়েচুরি সবেতেই অনুপস্থিত থাকেন। এবার দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতেও আসছেন না সীতারাম ইয়েচুরি। আর তারপর থেকেই আলিমুদ্দিনের নেতাদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কেন কোনও কর্মসূচিতে আসছেন না সাধারণ সম্পাদক? সূত্রের খবর, দুর্গাপুজোর আগে বাংলায় আসছেন না সীতারাম ইয়েচুরি। তবে নভেম্বর মাসের ৩ থেকে ৫ তারিখ রাজ্য সিপিএমের বর্ধিত অধিবেশনে সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। এটা হবে হাওড়ায়।
আর কী জানা যাচ্ছে? সীতারাম ইয়েচুরিকে দলের প্রতিষ্ঠা দিবসে বাংলায় আসার জন্য আমন্ত্রণই করা হয়নি। নীচুতলার ক্ষোভের কারণেই এমন পদক্ষেপ বলে সূত্রের খবর। তবে এই কথা কেউ স্বীকার করেনি। ‘ইন্ডিয়া’ জোটের বিতর্কের মধ্যেই রাজ্য সিপিএমের একটি বড় অংশ কারাতকে চান। আর তাতে তিনি সাড়া দেন। আর তাতেই এখন ব্রাত্য সাধারণ সম্পাদক। এই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মূল বক্তা নিয়ে সংবাদমাধ্যমে সিপিএমের কলকাতা জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডীর সদস্য কল্লোল মজুমদার বলেন, ‘আগামী ১৭ তারিখ বক্তা হিসাবে থাকবেন প্রকাশ কারাত। এখনও পর্যন্ত এটাই ঠিক রয়েছে।’ পরে পাল্টাবে কিনা সেটা সময়ই বলবে।