মহিলা সংরক্ষণ বিলের একাধিক ‘খুঁত’ বের করলেন রাহুল গান্ধী

দেবজিৎ মুখার্জি: মোদি সরকারের আনা মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করেও একাধিক ‘খুঁত’ বের করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, “আমার একটা জিনিসের জন্য এই বিলটিকে অসম্পূর্ণ বলে মনে হচ্ছে। আমার মতে এই বিলে ওবিসিদের সংরক্ষণ সংযুক্ত করা উচিত ছিল। ভারতের জনসংখ্যার একটা বড় অংশ ওবিসি। তাই ওই বড় অংশের মহিলাদের অধিকার রয়েছে সংরক্ষণ পাওয়ার।” শুধু তাই নয়, সরকার যে বলছে এই বিল কার্যকর করার জন্য জনগণনা এবং আসন পুনর্বিন্যাসের প্রয়োজন, সেটাও মানতে নারাজ রাহুল। তিনি বলছেন,”এসব কিছুর দরকার নেই। এখনই লোকসভা ভোটে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করে দেওয়া উচিত।”

     

    এরপর তিনি বলেন, “আমি জানি, এই বিলের মাধ্যমে আমার সরকার পক্ষের বন্ধুরা অনেক ইস্যু থেকে নজর ঘোরাতে চাইছেন। যার মধ্যে অবশ্যই আদানি ইস্যু আছে। আরও একটা বিষয় থেকে নজর ঘোরাতে চাইছেন, সেটা হল জাতিগত জনগণনা। যখনই বিরোধীরা এই ইস্যু তুলে আনে, তখনই সরকার কিছু না কিছু করে নজর ঘোরানোর জন্য। তাও আমি বলব, এটা ভাল পদক্ষেপ।”