|
---|
নিজস্ব সংবাদদাতা : ডিএলএসএ এর নতুন সচিব হিসেবে যোগ দিলেন বিচারক সুপর্না রায়।বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির নতুন সচিব বিচারক সুর্পনা রায়। তিনি বোলপুর কোর্ট থেকে বদলি হয়ে সিউড়ী ডিএলএসএ এর সচিবের পদে গেলেন। বুধবার তিনি ডিএলএসএ এর সচিব হিসেবে যোগদান করেন। অফিস মাষ্টার সোমা দত্ত সহ অনান্য কর্মীরা তাকে বরণ করেন। এদিন সুর্পনা ম্যাডাম সচিব হিসেবে যোগদান করায় জেলায় কর্মরত পার্শ্ব আইনী সহায়করা সকলেই উচ্ছাস প্রকাশ করেন। জেলা জুড়ে সাধারণ মানুষকে আইনী পরিষেবা দেবার কাজ করে থাকে ডিএলএসএ।