গৃহস্থের হেঁশেলে কুমির,তা দেখে আতঙ্কিত এলাকাবাসী 

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার কালনা এলাকায় বিশাল আকারের কুমির বাড়ির আনাচে কানাচে ঘোরাফেরা করছে। বিশেষ করে এই গ্রামে কোন দিনে কুমির ঘোরাফেরা করতে দেখেনি এলাকায় মানুষজন।আর এই মুহূর্তে কুমির দেখতে ভীড় জমিয়েছে এলাকাবাসী।

    বাড়ী থেকে বেরোতে ভয় ভয় পাচ্ছে স্থানিয় মানুষ জান। সকালবেলা রাস্তার কুকুর, কুমিরটি দেখে চিৎকার করতে থাকে, তারপরই স্থানিয় মানুষজনের বিষয় টি নজরে আসে। তারপর পুলিশ প্রশাসন ও বন দপ্তরে খবর দেওয়া হয়, বন বিভাগের আধিকারিকরা এসে এই বিশাল আকারের কুমীর টি উদ্ধার করে নিয়ে যায়। প্রায় গঙ্গায় কুমীর দেখতে পাওয়ার খবর পাওয়া যাচ্ছে , আজ একদম রাজপথে দেখা মিললো। কোথা থেকে কিভাবে এলএই কুমীর তা নিয়ে তদন্ত শুরু করেছে বনদপ্তর।