|
---|
নিজস্ব সংবাদদাতা : প্রায় দু’সপ্তাহ ধরে ঘরবন্দী মানুষ। রুজি রোজগারের পথ কার্যত বন্ধ। অসুবিধায় পড়েছেন নিত্যদিন না খাটলে যাদের সংসার চলে না। জীবন – জীবিকায় কোভিড – ১৯ এর ভয়াল আক্রমণে অজানা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন মানুষ।
কিন্তু তারই মধ্যে আছে পাপী পেট কা সওয়াল। সমস্যার নিরসনে এগিয়ে এসেছে মানবিক মুখ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌর সভার ২৬ নং ওয়ার্ডের গোদায় এমনই এক মহতি আয়োজন দেখা গেল। জেলার তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীর উদ্যোগে প্রায় দু’হাজার পরিবারকে অত্যাবশকীয় পণ্য যথা চাল, ডাল, আলু, মশলা, পেঁয়াজ, চিঁড়ে, মুড়ি প্রভৃতি বিতরণ করা হয়। বস্তুত, সারা দিনের খাদ্য তালিকায় যেসব খাবার মানুষের প্রয়োজন হয় তার সবই দেওয়া হচ্ছে বলে জানান দুঃস্থ মানুষ জন।
জানা যায়, মানুষকে এক মাসের খাবার দেওয়া হচ্ছে। তৃণমূলের জনপ্রিয় নেতা কাঞ্চন কাজী জানান, জেলা তৃণমূল সভাপতি, মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাশের সহযোগীতায় ও সাহায্যে এমন কাজ করা সম্ভবপর হল। গরিব দরদী নেতা কাঞ্চন কাজী মানুষকে আশ্বস্ত করে বলেন, লক ডাউন আরও বাড়লে তাঁরা বিকল্প চিন্তা ভাবনা করবেন। স্থানীয় মানুষ, তাঁদের আপনজন কাঞ্চন কাজীর এই এই মানবিক মুখ কে কুর্নিশ জানালেন। অর্থনীতির ভবিষ্যৎ বিশ্ব মন্দার এই দূর্দিনে মানুষের বিশ্বস্ত আশ্রয় হয়ে উঠেছেন কাঞ্চন কাজী।