|
---|
আর এ মণ্ড,ইন্দাস : করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে।এ দেশের মধ্যে তথা রাজ্যেও তার প্রভাব পড়েছে।চলছে দেশব্যাপী লক ডাউন।তারই জেরে ‘দিন আনে দিন খায়’ গরিব মানুষদের দুর্বিষহ অবস্থা।তাদেরই কথা ভেবে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আমরুল গ্রাম পঞ্চায়েতের সিভিক পুলিশরা আজ ৬ মার্চ শান্তাশ্রমে প্রায় ৩০০ জন দুঃস্থ দরিদ্র পরিবারের মানুষের হাতে তুলে দেওয়া হয়,-আলু,পেঁয়াজ,সয়াবিন,তেল এবং করোনা থেকে সতর্ক থাকার জন্য দেয়া হয় সাবান ও মাস্ক।উপস্থিত ছিলেন বিশিষ্টজনদের মধ্যে ইন্দাস থানার ওসি বিদ্যুৎ কুমার পাল, আমরুল গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা দে পণ্ডিত,শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবের সম্পাদক সৈয়দ মফিজুল হোদা,বাজার কমিটির সম্পাদক সেখ রেজাউল হক এবং বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সওদাগর চৌধুরী প্রমুখ। সিভিক পুলিশের পক্ষ থেকে তপন দে,সেখ নবাব ও প্রবীর মেদ্যা জানান যে লক ডাউন এর জন্য গরিবের মানুষ দুরবস্থার কথা ভেবে তাঁদের এই আয়োজন,এবং বাজার কমিটির থেকেও তাঁরা কিছু সাহায্য সহযোগিতা পেয়েছেন।
উল্লেখ্য যে ওসি বিদ্যুৎ কুমার পাল মহাশয় করোনা ভাইরাস এর থেকে সতর্ক থাকার জন্য সচেতনতামূলক পরামর্শও দেন।খাদ্য সামগ্রী গ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা যায় কিছুটা স্বস্তির ভাব।