|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: হুগলি জেলার আরামবাগ আল আলম মিশনের উদ্দ্যোগে করোনা সংকটময়কালে ত্রাণ বিলি অব্যাহত রয়েছে । গত এক মাস ধরে প্রায় তিন হাজার দুঃস্থ অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী , ইফতার সামগ্রী, স্যানিটাইজার মাস্ক তুলে দিয়েছে আল আলম মিশন । তার সাথে সাথে এলাকার মানুষদের দেওয়া হচ্ছে করোনা সচেতনতা বার্তা ।
আজ আরামবাগ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কালিপুর ও হোরপুর এলাকার ৬০ টি দুঃস্থ অসহায় পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় । উপস্থিত ছিলেন আল আলম মিশনের সাধারণ সম্পাদক হাজী সেখ বদরুল আলম সিদ্দিক, সূরজ মহম্মদ, রাবিনা খাতুন, চাঁদ মহম্মদ, সাদ্দাম, বাবু, আলম প্রমুখ ।
আল আলম মিশনের সাধারণ সম্পাদক হাজী সেখ বদরুল আলম সিদ্দিক জানান, আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ দীর্ঘ এক মাস ধরে চলছে । আগামীতে পুরো রমজান মাসব্যাপী প্রতিদিনই এই কর্মসূচি চলবে । সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সামজিক দূরত্ব মেনে চলুন, প্রশাসনের সাথে সহয়োগিতা করার বার্তা সকলকে দেন হাজী সেখ বদরুল আলম সিদ্দিক ।