স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও চারা গাছ বিতরণ কর্মসূচি

স্বেচ্ছায় রক্তদান শিবির ও চারা গাছ বিতরণ কর্মসূচি

    নতুন গতি , জঙ্গিপুর :  আজ জঙ্গিপুরের মোহাম্মদপুরে স্পন্দন ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।   আজকের এই রক্তদান শিবিরে ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।   থ্যালাসেমীয়া রোগীদের রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা যায়।  এই মহতী অনুষ্ঠানে রক্তদাতাদের হাতে শংসাপত্র, মোমেন্টো ও চারা গাছ তুলে দেওয়া হয়।  এই মহতী সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার  ১১ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আবেদা সুলতানা, জঙ্গিপুর কলেজের এনসিসি টিম, আই.সি .আর হাই মাদ্রাসা(উ. মা.) র সহকারী শিক্ষক মুহাম্মাদ মোশারাফ হোসেন, সেভ মেধা ফাউন্ডেশনের কর্ণধার শুভঙ্কর সরকার,  তাজ মার্বেলের কর্ণধার সাবিরুদ্দিন আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবী রফিকুল খান,  সুরাজ সেখ, বান্টি সরকার এবং জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সদস্যাগণ।  এই অনুষ্ঠানে স্পন্দন ফাউন্ডেশনের কর্ণধার জিয়াউল আলম মহাশয় ‘রক্তদান জীবন দান ; গাছ লাগান প্রাণ বাঁচান। ‘ স্লোগান ও তার বাস্তবায়নে সকল মানুষকে প্রতিজ্ঞা বদ্ধ হওয়ার আহ্বান জানান ।  উক্ত সভায় মোসাররাফ হোসেন বলেন , রক্তদান মহৎ দান ,  এখনও পর্যন্ত রক্তের কোন বিকল্প আবিষ্কার হয়নি। রক্ত দিয়েই রক্তের সংকট মেটাতে হবে।  এই মহতী কাজে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে যুবকদের।