কাঁকরতলা ওসির উদ্যোগে বসন্তোৎসব উদযাপন

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল”- হ্যাঁ,এই গানের সুর ভেসে উঠতেই জানান দেয় বসন্তোৎসবের কথা।গতকাল জেলার শান্তিনিকেতন সহ বিভিন্ন স্থানে বসন্তোৎসব উদযাপন করা হয় মহা ধূমধামের সহিত।এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ শোভাযাত্রা বা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে সর্বক্ষণ ছিলেন প্রহরারত। তাই আজ শনিবার বীরভূম জেলার কাঁকরতলা থানার ওসি সামিম খানের উদ্যোগে সমস্ত পুলিশকর্মী সহ সিভিকদের নিয়ে রঙবেরঙের ভেষজ আবিরের রঙ মাখামাখিতে মেতে ওঠেন তথা হোলি উৎসব পালন করা হয়।

    পুলিশ মানেই ইউনিফর্ম পরে শুধু চোর ধরবে তা নয়।পুলিশেরও উৎসব আনন্দ,খেলা,জনসংযোগ কর্মসুচি সবই থাকবে।তাই বসন্ত উৎসবে সবার মতই “খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়” এই গানের কথায় তাল মিলিয়ে এদিন কাখড়তলা থানার ওসি, সমস্ত পুলিশ অফিসার্স, কনেস্টবল,সিভিক ভোলেন্টিয়ার্স সহ একে অপর কে রং মাখিয়ে আবির খেলার আনন্দে মেতে উঠে।সেই সাথে উপস্থিত সকলকে মিস্টি মুখ করানো হয়।আবির মেখে একে অপরের সাথে কোলাকুলি ও আনন্দে মেতে ওঠেন।

    থানার পুলিশ কর্মীরা সারাদিন নিজেদের কাজে ব্যস্ত থাকলেও হোলির আনন্দে আজ সবাই মিলেমিশে একাকার।ছোট বড় পদ মর্যাদা তথা ভেদাভেদ সরিয়ে সবার মুখে একই জয়ধ্বনি হেপি হোলি, হেপি হোলি।