৮০ বছর পর আর এক বাঙালি ডাক দিয়েছে দিল্লি চলো : অভিষেক

আজফার হোসেন , সোনামুখি , : নেতাজি সুভাষচন্দ্র বসু ৮০ বছর আগে ব্রিটিশ সরকারকে ক্ষমতা চ্যুত করতে ডাক দিয়েছিলেন দিল্লি চলো। ৮০ বছর পর আর এক বাঙালি ডাক দিয়েছে দিল্লি চলো : অভিষেক বছর পর সেই ডাক দিয়েছেন আর এক বাঙালি । সেই বাঙালি ছিলেন দক্ষিণ কলকাতার ভূমি পুত্র।আর এই বাঙালির জন্মভূমিও  দক্ষিণ কলকাতা। তিনি দেশবাসীর উদ্দেশে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব । আমাদের নেত্রী ও বলেন তোমরা আমার পাশে থাকলে সন্ত্রাস  মুক্ত  ভারত দেব। বাঁকুড়ার সোনামুখী ব্লকের রামপুর হাইস্কুল মাঠে কর্মীসভার মঞ্চে দাঁড়িয়ে একথাই  বললেন যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৫ই মার্চ ,শুক্রবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভার অন্তর্ভুক্ত ৪ টি বিধানসভার বিধায়ক, ব্লক সভাপতি ও প্রতিটি বুথ থেকে ১০ জন করে প্রতিনিধিদের নিয়ে একটি কর্মীসভার আয়োজন করা হয়। এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ও বিষ্ণুপুর লোকসভার ঘোষিত প্রার্থী শ্যামল সাতরা,  বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ খাঁ, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, সহ সভাধিপতি শুভাশিস বটব্যাল , ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে, বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা প্রমুখ। কর্মীসভার মঞ্চে দাঁড়িয়ে জোর গলায় ঘোষণা করেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ২ লাখেরও বেশি ভোটে নির্বাচিত হবেন।