চুরি করতে এসে বাধা পেয়ে বৃদ্ধাকে খুন !

নিজস্ব সংবাদদাতা : চুরি করতে এসে বাধা পেয়ে বৃদ্ধাকে খুন করে চম্পট দিল চোর! বারাসাতে চাঞ্চল্য, রবিবার রাতে খুনের ঘটনা, অনুমান পুলিশের। বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। কর্মসূত্রে বৃদ্ধার ছেলে থাকেন পুনেতে, মেয়ের শ্বশুরবাড়ি বেলঘরিয়ায়। গতকাল দিনভর যোগাযোগ করতে না পেরে প্রতিবেশীদের খোঁজ নিতে বলেন মেয়ে। পুলিশে খবর দিলে দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়। চলতি মাসেই একাধিক খুনের খবর প্রকাশ্যে এসেছে। গত ২৩ তারিখ বাগুইআটির অভিজাত আবাসনে ৭০ বছরের বৃদ্ধাকে খুনের অভিযোগে আয়াকে গ্রেফতার করে পুলিশ। ফ্ল্যাটে লাগানো সিসি ক্যামেরার ফুটেজই ধরিয়ে দেয় অভিযুক্ত মহিলাকে। ১১ সেপ্টেম্বর মৃত্যু হয় কলা মিশ্রর। পরিবার সূত্রে খবর, গত ৭ বছর ধরে বিছানা থেকে উঠতে পারতেন না বৃদ্ধা। দেখভালের জন্য ২ জন আয়াকে রাখা হয়। পুলিশ সূত্রে খবর, ১৯ তারিখ সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরিবারের সদস্যরা জানতে পারেন, রাতের আয়া সোফিয়া খাতুন ওই বৃদ্ধাকে মারধর করেন। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশের দাবি, ধৃত মহিলা কবুল করেছেন রাতের ঘুমে ব্যাঘাত ঘটানোয় তিনি বৃদ্ধাকে মারধর করেছিলেন।পাশাপাশি এই মাসেই নাগেরবাজারে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার মৃতের গাড়ি চালক সৌরভ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, গত শনিবার পাঁচিল টপকে কল্যাণ ভট্টাচার্যর বাড়িতে ঢোকেন বসিরহাটের বাসিন্দা ওই যুবক। বারাসাতের কয়েকজন বন্ধুকে নিয়ে দিঘায় বেড়াতে যাবেন বলে মালিকের BMW গাড়িটি চান। বৃদ্ধ রাজি না হওয়ায় শুরু হয় ধস্তাধস্তি। ৭২ বছরের ওই বৃদ্ধকে ধাক্কা মারায় তাঁর মাথায় আঘাত লাগে, এরপর শ্বাসরোধ করে খুন করে, ঘর থেকে গ্যারাজ ও গাড়ির চাবি হাতিয়ে, গাড়ি নিয়ে পালান ওই যুবক। দিঘা থেকে ফেরার পথে, যুবকের মোবাইল ফোনের টাওয়ার লোকশন দেখে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ। ধৃতকে জেরা করে বৃদ্ধের বাড়ির একটি ঘর তাঁর পোষ্যটিকে উদ্ধার করা হয়। বুধবার নাগেরবাজারে নিজের বাগানবাড়ি থেকে উদ্ধার হয় বৃদ্ধের পচাগলা দেহ। স্থানীয়রা দাবি করেন, রবিবার সন্ধেয় এক যুবক গাড়ি চালক পরিচয় দিয়ে ওই বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলেন।তার ভিত্তিতেই তদন্ত চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।