|
---|
নিজস্ব সংবাদদাতা : উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় দুই গোষ্ঠীর মধ্যে জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হয়েছেন ৬ জন। দেওরিয়া জেলার রুদ্রপুর থানার অন্তর্গত ফতেহপুর গ্রামে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬ জনকে নৃশংসভাবে খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। সোমবার সকালে দেওরিয়ার রুদ্রপুর কোতোয়ালি এলাকার প্রাক্তন জেলা পঞ্চায়েত সদস্য প্রেম যাদবকে হত্যা করা হয়। প্রতিশোধ নিতে প্রেম যাদবের লোকেরা অপর গোষ্ঠীর সত্যপ্রকাশ দুবেকে হত্যা করে।
এই দুই খুনের পর এক মহিলা ও নিরীহ ৩ জন খুন হন। গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। এই চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন পিএসি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পুলিশের আধিকারিকদের এই খুনের ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন। জেলাশাসক অখন্ড প্রতাপ সিং বলেছেন, ” সোমবার সকাল আটটা নাগাদ রুদ্রপুর থানার অন্তর্গত ফতেহপুর গ্রামে, আমরা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে পারি। একটি গোষ্ঠীর একজনকে ঘটনাস্থলে পুলিশ মৃত অবস্থায় দেখতে পায়, এবং ৬ জন সংজ্ঞাহীন অবস্থায় ছিল… তাদের সবাইকে দেওরিয়া মেডিকেল কলেজে রেফার করা হয়, যেখানে পরীক্ষায় পাঁচজনকে মৃত পাওয়া যায়… সংঘর্ষ শুরু হয় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে। একটি গোষ্ঠী থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।”