প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে সিত্রাং, দীঘার সমুদ্র উত্তাল!

নিজস্ব সংবাদদাতা: সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, বিভিন্ন জায়গায়  বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় সিত্রাং ক্রমশই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। পশ্চিমবঙ্গে এ ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি না পড়লে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খবর দিয়েছে হাওয়া অফিস।

    উপকূলবর্তী এলাকাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দীঘার সমুদ্র আজ সকাল থেকেই উত্তাল, পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের মাঝ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে চলছে মাইকিং করে সতর্কতার কাজ।বিপর্যয় মোকাবিলা করতে প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয়ের মোকাবেলা বাহিনী।